Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় ‘বুলবুল’: পায়রা ও মোংলায় ৭ নম্বর বিপদ সংকেত

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানার আশঙ্কায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

কাল রাতের যেকোন সময় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বুলবুল। উপকূলীয় কয়েক জেলায় হতে পারে জলোচ্ছাস।

দেশের উপকূলবর্তী ১৩ জেলায় বুলবুলের প্রভাব পড়বে জানিয়েছেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। মোকাবেলায় সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বুলবুল আঘাত হানার আশঙ্কায় বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট জেলার সরকারি কর্মকর্তাদের ছুটি।

Exit mobile version