Site icon Jamuna Television

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের চেষ্টাকালে ৩ ট্রলারসহ আটক ৩২

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের দায়ে তিনটি ট্রলারসহ ৩২জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ শুক্রবার সহকারী বন সংরক্ষক আবু সালেহ নেতৃত্বে সুন্দরবনের পাটাকাটা এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।

এর আগে গত ৪ নভেম্বর সুন্দরবনে হরিণ শিকারে যাওয়ার পথে ফাঁদ ও ট্রলারসহ ৬০ জনকে আটক করেছিল বনবিভাগ। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে তাদের আটক করে বলে জানিয়েছিল বনবিভাগ।

১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব হওয়ার কথা ছিল, যদিও ঘূর্ণঝড় বুলবুলের কারণে এবারের রাস উৎসব হচ্ছে না। রাস উৎসবের সময় প্রয়োজনীয় অনুমতি নিয়ে বনে যাওয়ার নিয়ম। কিন্তু আটককৃতরা বিনা অনুমতিতে সময়ের তিনদিন আগেই হরিণ শিকার করতে সুন্দরবনে ঢোকে বলে দাবি করা হয় বনবিভাগের পক্ষ থেকে।

Exit mobile version