Site icon Jamuna Television

পর্ন তারকা থেকে আম্পায়ার!

গত মঙ্গলবার নেলসনে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এই ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন ক্রিস ব্রাউন ও ওয়েনি নাইটস। টিভি আম্পায়ার ছিলেন শন হেইগ। রিজার্ভ বা চতুর্থ আম্পায়ার ছিলেন গার্থ স্টিরাট।

স্টিরাট এক সময় পর্ণ তারকা ছিলেন। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ইংল্যান্ডের দ্য সান। ৫১ বছর বয়সী স্টিরাট এর আগে নারীদের বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আম্পায়ারিং পেশায় আসার আগে তিনি নিউজিল্যান্ডের পেশাদার গলফারদের সংস্থায় দশ বছর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। এই পেশায় থাকাকালীনও তিনি পর্ণগ্রাফিতে কাজ করেছিলেন। সেটা অবশ্য গোপনে।

কিন্তু সেটা গোপন থাকেনি। একটা সময় নিউজিল্যান্ডের একটি অ্যাডাল্ট ম্যাগাজিনে তার বেশ কিছু আপত্তিকর ছবি প্রকাশিত হয়। অবশ্য পর্ণগ্রাফিতে কাজ করার সময় তিনি এই নাম ব্যবহার করেননি। তিনি সেখানে পরিচিত ছিলেন ‘স্টিভ পার্নেল’ নামে। ম্যাগাজিনে তার ছবি প্রকাশিত হওয়ার পর গলফ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহীর চাকরি থেকে বরখাস্ত হন।

Exit mobile version