Site icon Jamuna Television

ঢাকায় পৌঁছেছে মঈন উদ্দীন খান বাদলের মরদেহ

ঢাকায় পৌঁছেছে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের মরদেহ।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ ভারতের বেঙ্গালুরু থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায়।

তারপর সেখান থেকে রাজধানীর আজাদ মসজিদে তাকে গোসল দেয়ার পর বর্তমানে মর্গে রাখা হয়েছে তার লাশ।

আগামীকাল শনিবার সকালে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে তার মরদেহ তার নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

উল্লেখ্য, গতকাল ভোর সাড়ে ৫টায় ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মঈন উদ্দীন খান বাদল।

Exit mobile version