Site icon Jamuna Television

শিক্ষামন্ত্রী বরাবর জাবি ভিসির দুর্নীতির তথ্য দিয়েছেন ৪ শিক্ষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের দুর্নীতির তথ্য শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ড. আব্দুল আলীমের কাছে জমা দিয়েছেন জাবির চার শিক্ষক।

আজ শুক্রবার রাতে বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম তালুকদারের (তারেক রেজা) নেতৃত্বে ৪ জন শিক্ষক মন্ত্রীর একান্ত সচিব আব্দুল আলিমের বনশ্রীর বাসায় যেয়ে এসব তথ্য হস্তান্তর করেন।

প্রতিনিধি দলে ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মুস্তাফিজুর রহমান চয়ন।

দুর্নীতির তথ্য হিসেবে আর্থিক কেলেঙ্কারি, স্বজনপ্রীতি, নিয়োগ দুর্নীতি, শিক্ষক হয়রানীসহ ৭০ পৃষ্ঠার অভিযোগ দিয়েছেন শিক্ষকদের এই প্রতিনিধি দল। এসময় তারা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে মন্ত্রণালয় ব্যবস্থা নেবেন এমনটাই আশা করেন তারা।

Exit mobile version