Site icon Jamuna Television

বাবরি মসজিদ মামলার রায় আজ, ১৪৪ ধারা জারি

ভারতের ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় আজ। স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা করবেন, প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ। রায়কে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে ভারতজুড়ে। মধ্যরাত থেকে ২৮ শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

রায় যা-ই হোক, জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রায়ের খবরে অযোধ্যায় অবস্থান নিয়েছে কয়েক হাজার হিন্দু ভক্ত-সন্যাসী। ১৯৯২ সালে হিন্দু উগ্রবাদীরা পাঁচশো বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙে দেয়। সেই জায়গায় রামমন্দির তৈরি হবে কিনা-আজকের রায়ে সে নির্দেশনা আসার কথা রয়েছে।

Exit mobile version