Site icon Jamuna Television

যে নয় জেলাকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে

গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি খুলনা উপকূলে আঘাত হানবে। এদিকে সকালে আবহাওয়া অফিসে উপকূলের ৯টি জেলাকে ১০ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে কলেছে।

১০ নম্বর মহাবিপদ সংকেতের ব্যাখ্যায় বলা হয়েছে, বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্জাবহুল ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ো বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিমি বা তার চেয়েও বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরের ওপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে।

১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা ৯টি জেলা হচ্ছে- ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।

Exit mobile version