Site icon Jamuna Television

মঈন উদ্দীন খান বাদলের প্রথম জানাজা অনুষ্ঠিত

জাতীয় সংসদে চট্টগ্রাম-৮ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০টায় সংসদ প্লাজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এতে এমপি ও মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন।

জানাজা শেষে মঈন উদ্দিন খান বাদলের মরদেহে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান তার একান্ত সামরিক সচিব। এছাড়াও মন্ত্রিপরিষদ ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

চট্টগ্রামে দুই দফা জানাজা শেষে, সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বৃহস্পতিবার ভারতের বেঙ্গালুরুতে শেষ নিশ্বাস ত্যাগ করেন মঈন উদ্দীন খান বাদল। শুক্রবার রাতে তার মরদেহ দেশে পৌছায়।

Exit mobile version