Site icon Jamuna Television

বৈরী আবহাওয়ার কারণে খোকার কুলখানির তারিখ পরিবর্তন

বৈরী আবহাওয়ার কারণে অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার কুলখানির তারিখ পরিবর্তন করা হয়েছে। রোববারের পরিবর্তে আগামী শুক্রবার কুলখানি করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

এ দিন রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বাদ আসর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, বৈরী আবহাওয়ার খবর পাওয়ায় কুলখানির তারিখ পরিবর্তন করা হয়েছে।

গত ৪ নভেম্বর নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় সাদেক হোসেন খোকা মারা যান। সেখানে প্রথম দফা জানাজা শেষে গত বৃহস্পতিবার এমিরাটস এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ দেশে আনা হয়। চার দফা জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয়।

Exit mobile version