Site icon Jamuna Television

বাবরি মসজিদের বিতর্কিত জমি পেলো হিন্দু পরিষদ, মসজিদের জন্য বিকল্প জমি বরাদ্দের নির্দেশ

ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় দিলো ভারতের সুপ্রিম কোর্ট। হিন্দু পরিষদকে দেয়া হলো বাবরি মসজিদের বির্তকিত ২ দশমিক সাত একর জমি। পাশাপাশি মসজিদ তৈরির বিকল্প জায়গা হিসেবে অযোধ্যাতেই ৫ একর জমি বরাদ্দের নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের মতে, মসজিদের জমির মালিকানার পক্ষে প্রমাণ দিতে পারেনি মুসলিমরা।

এর আগে, স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় রায় পড়া শুরু করেন, প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ। রায়ে বলা হয়েছে, খালি স্থানে বানানো হয়নি বাবরি মসজিদ; কাঠামোর নিচে ছিল একটি মন্দির। তবে, মন্দির ভেঙ্গে মসজিদ তৈরির কোন প্রমাণ পাওয়া যায়নি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ, শিয়া ওয়াকফ্ বোর্ড ও নির্মোহী আখড়ার দুটি আলাদা পিটিশন খারিজ করেছেন। রায়কে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে ভারতজুড়ে। মধ্যরাত থেকে ২৮ শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

Exit mobile version