Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় বুলবুল: উপকূলে নৌবাহিনীর বিমান ও জাহাজ প্রস্তুত রেখেছে ভারত

আয়লার স্মৃতি উস্কে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় বুলবুল। আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন গভীর ঘূর্ণিঝড়ে পরিণত। ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি।

আতঙ্কে সুন্দরবন এলাকার মানুষ। ঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় পশ্চিমবঙ্গ উপকূলে ভারত প্রস্তুত রেখেছে বিপর্যয় মোকাবিলা দল উপকূলরক্ষী বাহিনী। এছাড়া ভারতীয় নৌবাহিনীর উদ্ধারকারী ৩টি জাহাজ ও একাধিক বিমান প্রস্তুত রাখা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম জানাচ্ছে, টানা বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বাড়ি ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন মানুষ।

বন্ধ রাখা হয়েছে লঞ্চ পরিষেবা। বকখালি সমুদ্র সৈকতে পুলিশের মাইকিং। ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি রয়েছে রাজ্য প্রশাসন। উপকূলের জেলাগুলিকে বাড়তি সতর্ক থাকতে বলেছে নবান্ন।

টানা বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। খেজুরির শীলাবেড়িয়ায় পাঁচটি মাটির বাড়ি ভেঙে পড়ে। থানাবেড়িয়া, পাঁচুড়িয়া ও মতিলালচকেও মাটির বাড়ি ভেঙেছে। খোলা হয়েছে ত্রাণ শিবির।

সূত্র: নিউজ এইটিন।

Exit mobile version