Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে: প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝড় পরবর্তী অবস্থার জন্যও প্রশাসন প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি।

আজ শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন। ঘূর্ণিঝড়ে দেশের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শ্রমিকদের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। শ্রমিক থেকে শুরু করে যেকোনো পেশাজীবীদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর ফলে শ্রমিক ও সাধারণ মানুষের জীবনে পরিবর্তন এসেছে।

এসময়, আন্দোলনের নামে শিক্ষাথীদের কর্মঘণ্টা নষ্ট করা যাবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের টাকায় চলা পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারের সিদ্ধান্ত মানতে না চাইলে নিজেদের টাকায় চলতে হবে।

Exit mobile version