Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হেনেছে বুলবুল

প্রবল দুর্যোগ সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বুলবুল। এই মুহূর্তে সেটি সাগরদ্বীপ এবং বকখালির মধ্যে অবস্থান করছে।

ভারতের আবহাওয়া দফতর সূত্রে খবর, তার বর্তমান হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ কিমি। এই মুহূর্তে দক্ষিণ ২৪ পরগণা এবং লাগোয়া পূর্ব মেদিনীপুরের উপকূলে তাণ্ডব চালাচ্ছে বুলবুল।

কাঁচা বাড়ি প্রায় কিছুই আস্ত নেই বলে জানিয়েছেন মন্ত্রী সুভেন্দু অধিকারী। তবে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ফলে প্রাণহানির আশঙ্কা কম।

সূত্র: এই সময়, খবর অনলাইন।

Exit mobile version