Site icon Jamuna Television

দুর্যোগপূর্ণ আবহাওয়া, আগামী দুই দিন জাবিতে আন্দোলন স্থগিত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী দুই দিন আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিবিরোধী শিক্ষক-শিক্ষার্থীরা।

রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তারা। গতকাল ঢাকার বনশ্রী এলাকায় শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ড. আব্দুল আলীমের বাসায় যান আন্দোলনকারী চার শিক্ষক।

বিক্ষোভকারীদের প্রতিনিধি হিসেবে উপাচার্য ড. ফারজানা ইসলামের দুর্নীতির তথ্য, ড. আব্দুল আলীমের কাছে হস্তান্তর করেন তারা।

উপাচার্যের অপসারণ দাবিতে আজও ক্যাম্পাসে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থী-শিক্ষার্থীরা।

Exit mobile version