Site icon Jamuna Television

সিনেমার শুটিংয়ে সেন্টমার্টিন গিয়ে আটকা পড়লেন চঞ্চল চৌধুরী

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সেন্টমার্টিনে আটকা পড়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীসহ ‘হাওয়া’ ছবির শতাধিক কলাকুশলী। এদের মধ্যে আছেন ছবির পরিচালক মেজবাউর রহমান সুমনসহ শিল্পী নাফিজা তুশি, সুমন আনোয়ার, শরিফুল রাজ, রিজভি, নাসির, মাহমুদ।

গণমাধ্যমকে চঞ্চল চৌধুরী জানিয়েছেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আমরা সবাই হোটেলে বন্দি। একটু পরপর প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে। বাইরে বের হওয়া নিষেধ। সাগরের তীরে কেউ যেতে পারবে না।

সমুদ্রে মাছ ধরা জেলেদের গল্প নিয়ে ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন ‘হাওয়া’ ছবিটি নির্মাণ করছেন। মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনী। জেলেদের চরিত্রকে নিয়ে ছবি হওয়ায় গভীর সাগরে গিয়ে প্রতিদিন চঞ্চল চৌধুরীসহ শিল্পীদের শুটিং করতে হয়। সেন্টমার্টিন থেকে ট্রলারে দেড় ঘণ্টা চলার পর সাগরের নির্ধারিত স্থানে গিয়ে নোঙর করে হাওয়া ছবির শিল্পীরা। সেখানেই সারা দিন শুটিং হয়।

Exit mobile version