Site icon Jamuna Television

আরও কিছুটা দুর্বল হয়েছে বুলবুল

স্থলভাগে আঘাত হানায় কিছুটা দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি মধ্যরাত থেকে উপকূল অতিক্রম করছে।

সবশেষ ব্রিফিংয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বেশ কিছুটা গতি হারিয়ে ঘণ্টায় ৮ কিলোমিটার গতিতে এগোচ্ছে। এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ১০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। রাত ৩টা থেকে ৪টার মধ্যে ঘূর্ণিঝড় বুলবুলের কেন্দ্র বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ততক্ষণে ঘূর্ণিঝড়টি আরও কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। রোববার বিকালের পর থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি শুরু হবে।

এদিকে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় খুলনা, সাতক্ষীরা, বরিশাল, চট্টগ্রাম ও সেন্টমার্টিন্সে ১০টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে সশস্ত্র বাহিনী। উপকূলীয় আশ্রয় কেন্দ্রগুলোর জন্য রাখা হয়েছে বেশ কিছু মেডিকেল টিম। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আরও ১৭টি যুদ্ধজাহাজ।

Exit mobile version