Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় বুলবুল ৭০ ভাগের বেশি বাংলাদেশের উপকূলে প্রবেশ করেছে

বর্তমানে ঘূর্ণিঝড় বুলবুল ৭০ ভাগের বেশি বাংলাদেশের উপকূলে প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যেই প্রবল এই ঘূর্ণিঝড়টি শতভাগ বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে এক ব্রিফিং এ এমন তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার বিকেল পর্যন্ত সারা দেশে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বুলবুল বর্তমানে ঘণ্টায় ৮ কি.মি গতি নিয়ে বাংলাদেশের দিকে আগাচ্ছে। এর বাতাসের বর্তসান গতিবেগ রয়েছে ৯০-১০০ কি.মি.। রোববার ভোর নাগাদ বুলবুল পুরাপুরি বাংলাদেশ সীমানায় ঢুকে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এসময়, প্রবল ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে এর কেন্দ্রে সাগর উত্তাল অবস্থায় আছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সেইসাথে, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী জেলা ও তার পার্শ্ববর্তী দ্বীপ এলাকাগুলোতে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এবং ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা ও তার পার্শ্ববর্তী দ্বীপ এলাকাগুলোতে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে।

অন্যদিকে, পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত বিদ্যমান রাখা হয়েছে, কক্সবাজার সমুদ্র এলাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Exit mobile version