Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় বুলবুলে আটকা পড়েছেন পাপন

ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফলে নাগপুরে যেতে পারেননি তিনি। এখানেই আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের সাথে ভারতের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

বিসিবি সভাপতি সরাসরি ম্যাচটি উপভোগ করার জন্য ভারত যান। তবে কলকাতায় তিনি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সাথে অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষ করেই নাগপুরে যাওয়ার কথা ছিলো পাপনের। পরের দিন রোববার খেলোয়াড়দের সঙ্গে ডিনার করারও কথা ছিলো। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের কারণে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যার কারণে কলকাতায় থাকে যেতে বাধ্য হন বিসিবি সভাপতি।

Exit mobile version