Site icon Jamuna Television

বাগেরহাটে গাছ চাপায় শিশুসহ নিহত দুই

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল ও ফকিরহাট উপজেলায় ঘূর্ণিঝড়ে শিশু ও নারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, রামপাল উপজেলার উজলকুড় গ্রামে শিশু সামিয়া খাতুন (১৫) ও ফকিরহাট উপজেলার চাকুলী গ্রামের গৃহবধূ হীরা বেগম (২৫)। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘূর্ণিঝড়ে সুন্দরবনের দুুবলারচরের অস্থায়ী শুটকি পল্লীর ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়ে গেছে কয়েক লাখ টাকার শুটকি মাছ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। ঝড়ে উপড়ে গেছে হাজার হাজার গাছপালা। রবিবার সকাল থেকে বাগেরহাট শহর বিদ্যুৎ বিছিন্ন রয়েছে।

বাগেরহাট দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি কমিটির ফোকাল পারসন এডিসি মো. কামরুল ইসলাম জানান, ক্ষয়ক্ষতির বিস্তারিত বিরবন উপজেলা থেকে এখনও কন্টোলরুমে পাঠানো হয়নি। দুইজনের মৃত্যু ছাড়া হতাহতের আর কোন খবর আমাদের কাছে নেই।

মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান রবিবার বিকাল থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল করা হয়েছে । সোমবার সকাল থেকে পুরোদমে সকল কার্যক্রম চলবে । বন্দরে বর্তমানে তেরটি বাণিজ্যিক জাহাজ রয়েছে ।

Exit mobile version