Site icon Jamuna Television

দেশে ফিরছেন মোসাদ্দেক হোসেন সৈকত

দেশে ফিরছেন টেস্ট দলের সদস্য মোসাদ্দেক সৈকত। পারিবারিক কারণে তিনি দেশে ফিরছেন এমনটাই জানা গেছে।

এদিকে শনিবার ইনজুরির কারণে অনুশীলনে নামতে পারেননি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও মুস্তাফিজুর রহমান। গতকাল রোববার সিরিজ নির্ধারণী টি টোয়েন্টি ম্যাচেও মাঠে নামেন নি এই অলরাউন্ডার।

২০১৭ তারিখে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের শততম টেস্টে অভিষেক ঘটে সৈকতের। এবারের সফরে ভারতের বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না। ২০ জানুয়ারি, ২০১৬ তারিখে টি টুয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।

Exit mobile version