Site icon Jamuna Television

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় একই সঙ্গে তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রাশিদা বেগম নামে এক প্রসূতি নারী।

রোববার সন্ধ্যায় শহরের একটি প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে।

রাশিদা বেগম মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের হরিনাডাঙ্গা গ্রামের মাহবুব আলম এর স্ত্রী।

মাহবুব আলম বলেন, রোববার সকালে তিনি তার সন্তান সম্ভবা স্ত্রী রাশিদা বেগমকে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। সন্ধ্যায় ক্লিনিকের চিকিৎসক অস্ত্র পচার করেন। এ সময় তার স্ত্রীর গর্ভ থেকে পর-পর তিনটি পুত্র সন্তান জন্ম নেয়। নবজাতক তিন পুত্র সন্তান ও তাদের মা রাশিদা বেগম সম্পূর্ণ সুস্থ আছে। একই সাথে তিন পুত্র সন্তান জন্ম নেওয়ায় খুশি মাহবুব আলম, তাদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

মাহবুব আলম ও রাশিদা বেগম দম্পতির এর আগে ১৩ বছর বয়সী একটি ছেলে ও ৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

Exit mobile version