Site icon Jamuna Television

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা:

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের স্বল্প আন্দাদিয়া গ্রামের প্রেমিক ইব্রাহিম হাসান রিপনের (২২) বাড়িতে বিয়ের দাবিতে সোমবার পর্যন্ত তিনদিন ধরে অনশন করছে প্রেমিকা নাসরিন জাহান (১৭)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বারহাট্টা সদর ইউনিয়নের স্বল্প আন্দাদিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে মোবাইল মেকার ইব্রাহিম হাসান রিপনের সাথে একই উপজেলার সাহতা ইউনিয়নের মাছেহালা গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে কলেজ ছাত্রী নাসরিন আক্তারের গত ২০১৪ সালে পরিচয় হয়। দীর্ঘদিন তাদের মধ্যে মন দেয়া নেয়া চলে।

এক পর্যায়ে গত শনিবার বিয়ের দাবিতে প্রেমিকা নাসরিন আক্তার প্রেমিক ইব্রাহিম হাসান রিপনের বাড়িতে অনশন শুরু করে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল আলম খান জানান, এ ব্যাপারে থানায় লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version