Site icon Jamuna Television

অপসারণের পর ফেসবুকে যা বললেন তুরিন আফরোজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে ব্যারিস্টার তুরিন আফরোজকে অপসারণ করেছে সরকার।

অপসারণের আদেশ সম্বলিত প্রজ্ঞাপনে বলা হয়েছে তুরিন আফরোজকে “শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের” দায়ে অপসারণ করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আজ সোমবার এই প্রজ্ঞাপন জারি করে।

এদিকে অপসারণের পর সোমবার বিকালে নিজের ফেসবুকে একটি পোস্ট প্রকাশ করেছেন তুরিন। নিচে পোস্টটি হুবহু তুলে দেয়া হল–

“জীবনের অনেক সত্য অপ্রকাশিত থেকে যায়। আমি ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে থাকি বা না থাকি, আপোষহীনভাবে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার চাই। এই বিচারের দাবীতে অনেক আন্দোলন আমি করেছি, রাস্তায় মার পর্যন্ত খেয়েছি। আমার এবং আমার মেয়ের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছি। তবে আপনাদের ভালবাসা পেয়েছি, দোয়া, শ্রদ্ধা ও সম্মান পেয়েছি। আপনাদের সকলের কাছে আমার ও আমার মেয়ের কৃতজ্ঞতা রইল। শুধু জানবেন, আমি শত ভাগ সততা দিয়ে প্রসিকিউটর হিসেবে আমার দায়ীত্ব পালন করেছি। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!”

Exit mobile version