Site icon Jamuna Television

রোহিঙ্গাদের পাসপোর্ট সরবরাহ: ট্রাভেল এজেন্সির অফিসে অভিযান, বিপুল টাকা উদ্ধার

রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে দেয়া একটি চক্রের মূলহোতা আতিকুর রহমানের সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। রাজধানীর বাসাবো এলাকায় তার অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা, জাল পাসপোর্ট ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-২-এর সিপিসি-৩ কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে বাসাবো এলাকার নাভানা টাওয়ারে অভিযান শুরু হয়।

পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির জন্য জন্ম সনদ ও ভোটার আইডি কার্ড করে দেওয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, এই চক্রের মূল হোতা আতিকুর রহমান। তিনি আজিজিয়া ট্রাভেলিং ইন্টারন্যাশনালের মালিক।

আতিকুর রহমানের ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে আজ সোমবার ৭০ লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে। একই ব্যাংকে আরও ৫০ লাখ টাকার এফডিআরের কাগজপত্র পাওয়া গেছে। অস্ট্রেলিয়ায় তার একটি বিলাসবহুল বাড়ি আছে, যার দলিল পাওয়া গেছে।

এছাড়া ৬০ লাখ ডলার সিঙ্গাপুরে ট্রান্সফারের কাগজপত্রও পাওয়া গেছে।

Exit mobile version