Site icon Jamuna Television

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ রংপুরের তিন হেভিওয়েট প্রার্থীর

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন হেভিওয়েট তিন মেয়র প্রার্থী। সকলেই প্রথম প্রহরের ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তবে কয়েকটি কেন্দ্রে এজেন্টদের প্রবেশে বাধা দেয়ার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা। নগরীরর ২৯ নম্বর ওয়ার্ডের দেওয়ানটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। বলেন, পরিস্থিতি যাই হোক শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন তিনি।

নগরীর ২১ নম্বর ওয়ার্ডে আলমনগর সরকার প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, মানুষ পরিবর্তনের পক্ষে। ভোট সুষ্ঠু হলে লাঙ্গল প্রতীক বিজয়ী হবে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু সকাল পৌনে দশটার দিকে ভোট দিয়েছেন নগরীর ২৪ নং ওয়ার্ডের সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এ সময় তিনি বলেন, অভ্যাস অনুযায়ী পেশি শক্তি খাটাতে পারছে না বলেই বিএনপি নানা অভিযোগ করছে। উন্নয়নের ধারা বজায় রাখতে ভোটাররা নৌকায় পক্ষেই আছেন বলে মনে করেন ঝন্টু।

Exit mobile version