Site icon Jamuna Television

রাজবাড়ীতে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর এলাকা থেকে ৯৫৩ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলো, ফরিদপুর জেলার কোতয়ালী থানার হাড়োকান্দি গ্রামের মোঃ তাছের মৃধার ছেলে মোঃ সুমন মৃধা ওরফে ইয়াকুব (২৬) ও মৃত ফারুক শেখের ছেলে মোঃ আশিকুর রহমান রাহাত (২২)।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৭টার সময় রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন সোনাপুর মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে প্রাইভেটকার ও বিপুল পরিমাণ মাদকসহ তাদেরকে আটক করা হয়। সিগন্যাল দিলেও তারা পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় ৯ শত ৫৩ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, ৫ টি সিম কার্ডসহ ৪টি মোবাইল ফোন ও প্রাইভেটকারটি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে।

Exit mobile version