Site icon Jamuna Television

সিলিন্ডারের ভিতরে ফেনসিডিল পাচার!

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার পাংশায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় একটি গ্যাস সিলিন্ডারের ভিতরে লুকিয়ে রাখা ১৩০ বোতল ফেনসিডিলসহ মোঃ জসিম উদ্দিন মোল্লা (৩৫) নামে এক যুবক কে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১ টার দিকে জেলার পাংশা উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামের রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাজবাড়ী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওমর শরীফ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, অভিযান চালিয়ে রিফাত সুপার ডিলাক্স যাহার রেজিঃ নম্বর-চুয়াডাঙ্গা-জ-১১-০০০৮ গাড়িটির মধ্যে টিকিট ছাড়া যাত্রী জসিমের দুই পায়ের মাঝখানে রাখা একটি গ্যাস সিলিন্ডারের মধ্যে কি আছে জিজ্ঞাসা করলে অসংলগ্ন কথাবার্তা বলায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে ডিবি পুলিশ। গ্যাস সিলিন্ডারটি তল্লাশি করলে গ্যাস সিলিন্ডারের মধ্যে অভিনব কায়দায় রাখা ১৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

Exit mobile version