Site icon Jamuna Television

ওবায়দুল কাদেরের সাথে বিজেপি সাধারণ সম্পাদকের বৈঠক

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির নেতৃত্বে দু’দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে- এমনটাই মনে করেন বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব।

সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগ ও বিজেপি সাধারণ সম্পাদকের মধ্যকার বৈঠক শেষে তিনি একথা বলেন। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, তা আরো এগিয়ে নিতে আগ্রহী ভারতের প্রধানমন্ত্রী, জানান বিজেপি সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে দু’দেশের জনগণের স্বার্থ বজায় থাকে, সে বিষয় মাথায় রেখেই আলোচনা হয়েছে। মুজিব বর্ষ নিয়ে ভারতের আগ্রহের কথাও জানান রাম মাধব।

Exit mobile version