Site icon Jamuna Television

মশিউর রহমান রাঙ্গার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে নূর হোসেনের পরিবার

নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ নূর হোসেনকে নিয়ে জাপা নেতা মশিউর রহমান রাঙ্গার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে নূর হোসেনের পরিবার। বিকেলে জাতীয় প্রেসক্লাবের অবস্থান ধর্মঘটে রাঙ্গার বক্তব্যের নিন্দা জানিয়ে তার বিচার দাবি করেন তারা। এ ধরণের মন্তব্য করায় তার সংসদ সদস্যপদও বাতিল করার দাবি তোলেন স্বজনরা। এসময় মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও চিন্তা করছে বলে জানায় নুর হোসেন পরিবার।

এরআগে দলীয় এক সভায় নুর হোসেনকে মাদকাসক্ত বলে আখ্যায়িত করেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

Exit mobile version