Site icon Jamuna Television

বুলবুলে কবলে পড়ে ট্রলার ডুবি: নিখোঁজ ৯ জেলের লাশ উদ্ধার

ঘূর্ণিঝড় বুলবুল এর তাণ্ডবে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৯ জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রোববার চাঁদপুরে মাছ বিক্রি করে ট্রলারে করে ভোলার চরফ্যাশনে ফিরে যাচ্ছিলের ২৪ জন জেলে। এসময় ঘূর্ণিঝড়ের মাঝে পড়ে মেঘনা নদীতে ডুবে যায় ট্রলারটি।

তাৎক্ষনিকভাবে এক জেলের মরদেহ এবং ১৩ জেলেকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। সোমবার রাতে নিখোঁজ দশজনের মধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।

তাদের সবার পরিচয় নিশ্চিত করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের পরিবারগুলোকে ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

Exit mobile version