Site icon Jamuna Television

জাতীয় স্বার্থে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানো প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এশিয়ার দেশগুলো ধিরে ধিরে শক্তিশালী হচ্ছে, বড় শক্তিগুলো এশিয়ার বিষয়ে অনেক বেশি মনোযোগী। তাই, জাতীয় স্বার্থে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানো প্রয়োজন এমনটাই বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা গ্লোবাল ডায়ালগের দ্বিতীয় দিনে ইন্দো-প্যাসিফিক: অবকাঠামো এবং প্রভাব” নিয়ে আলোচনায় তিনি একথা বলেন।

বেল্ট এন্ড রোড এবং ইন্দো প্যাসিফিক একে অপরের পরিপূরক, সাংঘর্ষিক নয়। বর্তমান সময়কে এশিয়ান শতক আখ্যায়িত করে মন্ত্রী বলেন, এখন অর্থনৈতিক এবং সামরিক শক্তির সময়। তাই জাতীয় স্বার্থ, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বাড়াতে হবে।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ভারত এবং আন্তর্জাতিকভাবে সমান গুরুত্বপূর্ণ। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারত অবাধ, মুক্ত বাণিজ্য, চলাচলের সুবিধা চায়। যোগাযোগের পাশাপাশি ডিজিটাল কানেক্টিভি বাড়াতে আগ্রহী।

Exit mobile version