Site icon Jamuna Television

কৃষি জমি বাঁচিয়ে শিল্প কারখানা গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। সেজন্য তরুণদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। বেপজা’র গভর্নিং বডির সভায় তিনি এসব কথা বলেন। এসময় কৃষি জমি বাঁচিয়ে শিল্প কারখানা গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয় বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির গভর্নিং বডির ৩৪তম সভা। সভাপতিত্ব করেন বেপজা’র গভর্নিং বডি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূচনা বক্তব্যে তিনি বলেন, কৃষির পাশাপাশি শিল্পায়নে জোর দিচ্ছে সরকার। গড়ে তোলা হচ্ছে একশ’টি একপোর্ট প্রসেসিং জোন।

Exit mobile version