Site icon Jamuna Television

টঙ্গীতে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

গাজীপুরের টঙ্গী রেল জংশন সংলগ্ন এলাকায় রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ের কর্তৃপক্ষ। অভিযানে প্রায় ৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর সাথে ২টি অবৈধ আবাসিক হোটেল ধ্বংস করে দেয় রেলওয়ের কর্মকর্তারা।

রেলস্টেশন গোল চত্বর এলাকার প্রায় এক একর ভূমি দখলমুক্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

রেলওয়ে জংশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদকালে রেলওয়ের সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা অহেদুর নবী বলেন, রেলের জায়গায় একটি অবৈধ অবকাঠামো অবশিষ্ট থাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে। রেলওয়ে স্টেশনকে একটি দৃষ্টিনন্দন জংশনে পরিণত করা হবে। এ এলাকায় পরে যাতে আর কেউ অবৈধ অবকাঠামো গড়ে তুলতে না পারে সেজন্য সুরক্ষিত বেষ্টনী দেয়া হবে। এছাড়া যারা আগে লিজ নিয়েছিলেন তারা লিজের শর্ত ভঙ্গ করে স্থায়ী অবকাঠামো এমনকি দ্বিতল ভবনও নির্মাণ করেছেন।

উচ্ছেদ অভিযানে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ, রেলের নির্বাহী প্রকৌশলী সিরাজ উদ্দিনসহ বিপুলসংখ্যক পুলিশ উচ্ছেদ অভিযানে অংশ নেন।

Exit mobile version