Site icon Jamuna Television

খালেদা জিয়াকে রাজপথের আন্দোলনেই মুক্ত করা হবে: আমীর খসরু

আইনি লড়াইয়ে খালেদা জিয়ার মুক্তি মিলবেনা আর তাই রাজপথের আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার দুপুর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় একথা বলেন তিনি।

বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বিএনপির এই নেতা বলেন দেশে গণতন্ত্র নেই, সব দিকেই দমবন্ধ অবস্থা। আর এই পরিস্থিতি থেকে দেশের মানুষ মুক্তি চায়। দলের নেতাকর্মীদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন প্রস্তুতি নেয়ার আহবান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

Exit mobile version