Site icon Jamuna Television

বড় শক্তিগুলো এশিয়ার বিষয়ে অনেক বেশি মনোযোগী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এশিয়ার দেশগুলো ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, বড় শক্তিগুলো এশিয়ার বিষয়ে অনেক বেশি মনোযোগী। তাই, জাতীয় স্বার্থে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানো প্রয়োজন, বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ মঙ্গলবার সকালে, হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা গ্লোবাল ডায়ালগের দ্বিতীয় দিনে ইন্দো-প্যাসিফিক: অবকাঠামো এবং প্রভাব” নিয়ে আলোচনায় তিনি একথা বলেন।

এখন অর্থনৈতিক এবং সামরিক শক্তির সময় মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ, আঞ্চলিক শান্তি, স্থিতীশীলতা ও নিরাপত্তার জন্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বাড়াতে হবে।

অনুষ্ঠানে, ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিকভাবে সমান গুরুত্বপূর্ণ। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারত অবাধ, মুক্ত বাণিজ্য, চলাচলের সুবিধা চায়। পাশাপাশি ডিজিটাল কানেক্টিভি বাড়াতে আগ্রহী।

বিকেলে, আরেকটি সেশনে বিদ্যুত ও জ্বালানী প্রতিমন্ত্রী বলেন, মূল্য নয়, সরকারের মূল চ্যালেঞ্জ চাহিদামত জ্বালানী সরবরাহ করা। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় মাস্টার প্লান হাতে নিয়েছে সরকার।

Exit mobile version