Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলে কাউকে ক্ষমা করা হবে না: ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটাক্ষ করলে কাউকে ক্ষমা করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ও নূর হোসেনকে নিয়ে কেউ কেউ কটাক্ষ করছেন।

আজ মঙ্গলবার সকালে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তরের সম্মেলন। সেখানে প্রধান অতিথি ওবায়দুল কাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কিছুক্ষণ আগে দুই গ্রুপের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। এসময় হাতাহাতি, চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনাও ঘটে। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সম্মেলনে দেওয়া বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শুদ্ধি অভিযানের সঙ্গে সংগতি রেখে সবাইকে চলতে হবে। দলের ভেতরে কলহ না করারও পরামর্শ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এবিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

Exit mobile version