Site icon Jamuna Television

সেই ছোঁয়া মনির লাশ মামার কাছে হস্তান্তর

ট্রেন দুর্ঘটনায় আহত বাবা-মা হাসপাতালে আর মর্গে পড়ে থাকা সেই ছোঁয়ামনির লাশ তার মামার কাছে হস্তান্তর করা হয়েছে। এরআগে ছোঁয়া মনির বাবা আহত সোহেল ও নাজমাকে নিয়ে যখন ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন ছোঁয়া মনির মামা জামাল মিয়া ভাগ্নির লাশ বুঝে নিতে হাসপাতালের মর্গ আর পুলিশের কাছে দৌড়াদৌড়ি করেন।

এসসশয় ছোঁয়া মনির লাশটি ময়নাতদন্ত ছাড়া বাড়ি নিয়ে যেতে চান জামাল। সকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক বরাবর একটি আবেদনও করেন তিনি।

পরে প্রশাসনের সহায়তা ছোঁয়া মনির লাশ তার মামা জামাল মিয়ার কাছে বিকেল ৪টার দিকে হস্তান্তর করা হয়। এসময় জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যান ছোঁয়ামনির অভিভাবকের কাছে সহায়তা মূলক নগদ ২৫০০০ টাকা তুলে দেন।

ছোঁয়ামনির মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিজ বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে পাঠানো হয়।

Exit mobile version