Site icon Jamuna Television

৭৫ বছর পর মিললো মার্কিন সাবমেরিনের ধ্বংসাবশেষ

৭৫ বছর পর সন্ধান মিললো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মার্কিন সাবমেরিনের ধ্বংসাবশেষ।সোমবার, এ তথ্য জানায় পেন্টাগন।

প্রতিবেদনে বলা হয়, পূর্ব চীন সাগরের ১৪শো ফিট নীচে এর সন্ধান মিলেছে। ১৯৪৪ সালে পূর্ব চীন সাগরে অবস্থিত সাব মেরিনটিতে হামলা চালায় জাপান। এতে প্রাণ হারায় ৮০ আরোহীর সবাই।

যুক্তরাষ্ট্র বলছে, জাপানের ওকিনাওয়া দ্বীপ এলাকায় অভিযান চালালেও ভুলবসত ঢুকে পড়ে পূর্ব চীন সাগরের একশো মাইল ভেতরে। এই সুযোগে হামলা চালায় জাপান।

পেন্টাগন বলছে, সাব মেরিনটি বিধ্বস্ত হওয়ায় খোয়া যায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য। এসব উদ্ধারে প্রযুক্তিগত বিশেষ ড্রোনের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে সাব মেরিনটির অবস্থান। এরই মধ্যে অঞ্চলটিতে পৌঁছেছে মার্কিন নৌ-বাহিনী বিশেষ দল।

Exit mobile version