Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় বুলবুলে ২৬৩ কোটি ৫ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি: কৃষিমন্ত্রী

ঘূর্ণিঝড় বুলবুলে ২শ’ ৬৩ কোটি ৫ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫১ হাজার জন কৃষক।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

মন্ত্রী জানান, বুলবুলে ১৬ জেলার রোপা আমন, শীতকালীন শাকসবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া ২২ হাজার ৮৩৬ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ ৭২ হাজার ২১২ মেট্রিক টন।

মন্ত্রী আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত কৃষি কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চলছে। অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার পর দ্রুত এর কাজ শুরু হবে।

Exit mobile version