Site icon Jamuna Television

এবারের মেলায় মোবাইল ব্যাংকিং দিয়ে জমা দেয়া যাবে আয়কর রির্টার্ন

এবারের আয়কর মেলায় বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আয়কর রির্টার্নের টাকা জমা দেয়া যাবে। ১৪ নভেম্বর থেকে রাজধানীর অফির্সাস ক্লাবে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা।

সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইঞা।

রাজধানীসহ বিভাগীয় শহরে ৭ দিন ছাড়াও ৬৪ জেলা ও উপজেলা এক থেকে চার দিনের আয়কর মেলা বসবে।

করভীতি দুর করতে গেল ৯টি আয়কর মেলা অত্যন্ত সহায়ক হয়েছে। ২০১৮ সালে মেলা থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকায় রির্টান পাওয়া গেছে। চলতি বছরে তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে আশা এনবিআর চেয়ারম্যানের।

এনবিআর চেয়ারম্যান বলেন, ক্যাসিনো ঘটনায় ৫০ ব্যক্তির আয়কর রির্টান ফাইল থেকে রাজস্ব আদায়ের অনেক তথ্য পাওয়া যাচ্ছে। কর আদায় বাড়াতে লোকবল নিয়োগসহ বেশ কিছু উদ্যোগ নেয়ার কথাও জানান মোশাররফ হোসেন ভূইঞা

Exit mobile version