Site icon Jamuna Television

গাইবান্ধায় জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র আঞ্চলিক নায়েক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা জেলা শহর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ আঞ্চলিক নায়েক শাহারিয়ার রোকন (৩২) নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ ক্যাম্পের মিডিয়া অফিসার (এএসপি) খন্দকার গোলাম মোর্তুজা।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাহারিয়ার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের আঞ্চলিক নায়েক ছিলেন। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সোমবার (১১ নভেম্বর) রাতে গাইবান্ধা জেলা শহরের এলিসা সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহরিয়ার ২০০১ সাল থেকে জঙ্গি সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এছাড়া নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করতেন বলেও স্বীকার করে শাহারিয়ার।

এ ঘটনায় শাহারিয়ারের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এছাড়া শাহারিয়ার সহযোগী অন্য জঙ্গিদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গ্রেফতার শাহরিয়া রোকনের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কুপতলা গ্রামে। রোকন ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে।

Exit mobile version