Site icon Jamuna Television

পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
পাবনার ফরিদপুরে সোঁতীবাধের কচুরীপানা পরিষ্কার করতে নেমে পানিতে ডুবে হেলাল উদ্দিন (৩৫) ও ইউসুফ আলী (৩০) নামে দুই জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। মৃত হেলাল উদ্দিন উপজেলার মানানগ্রামে গোলজার হোসেনের ছেলে ও ইউসুফ একইগ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য দুলাল হোসেন জানান, আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের দুলামপুর নামক স্থানে ‘জলকা স্লুইসগেটে’ সোঁতীবাধ দিয়ে মাছ ধরেন জেলেরা। দুপুর একটার দিকে সোঁতিবাধে কচুরিপানা আটকে গেলে পরিষ্কার করতে নামেন হেলাল ও ইউসুফ সহ পাঁচজন।

এক পর্যায়ে স্রোতের তীব্রতা বেড়ে গেলে তিনজন সাঁতরে উঠে আসতে পারলেও হেলাল ও ইউসুফ তলিয়ে যায়।

পরে স্থানীয়রা পানিতে বিভিন্ন স্থানে তল্লাশি চালালে বিকেল পাঁচটার দিকে হেলাল উদ্দিন এবং রাত সাড়ে দশটার দিকে ইউসুফের মরদেহ উদ্ধার করে।

Exit mobile version