Site icon Jamuna Television

নেত্রকোণায় হুমায়ূন আহমেদের জন্মদিনে শোভাযাত্রা

প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণা ‘হিমু পাঠক আড্ডা’ শোভাযাত্রার আয়োজন করেছে। এ উপলক্ষ্যে জেলা শহরের সাতপাই চক্ষু হাসপাতাল এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রাটির উদ্বোধন করেন প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। উপস্থিত ছিলেন শ্যামলেন্দু পাল, সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, হিমু পাঠক আড্ডা আহ্বায়ক আলপনা বেগমসহ হিমু ভক্তরা।

শোভাযাত্রা শেষে হুমায়ূন আহমেদের বাংলা সাহিত্যের বণার্ঢ্য জীবন ও কর্মের উপর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

Exit mobile version