Site icon Jamuna Television

কোম্পানীগঞ্জে ধানক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়ন থেকে অজ্ঞাত (২০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের আঘাতের চিহৃ রয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ৩নং ওয়ার্ড গাংচিল রাস্তার মাথা এলাকার একটি ধানক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। তবে স্থানীয় লোকজন তাকে সনাক্ত করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাংচিল সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার মাথার পার্শ্ববর্তী ধানক্ষেতের ভিতরে এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে বিষয়টি পুলিশে অবগত করলে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না।

Exit mobile version