জামিন পেলে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিতে চায় তার পরিবার।
আজ বিকেলে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম জানান, হাত, পায়ের আঙ্গুল বেঁকে যাচ্ছে। নিজ হাতে কিছু খেতেও পারছেন না খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসা দরকার বলে জানান তিনি।
বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান বড় বোন সেলিমা ইসলাম, ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের ৫ সদস্য।
পরে সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, চিকিৎসকরা খালেদা জিয়াকে দেখলেও, তার শারিরীক অবস্থার কোন উন্নতি হচ্ছেনা।

