Site icon Jamuna Television

যে কোন অর্থনৈতিক কর্মকান্ডের জন্য বাংলাদেশ উন্মুক্ত: পররাষ্ট্রমন্ত্রী

যে কোন অর্থনৈতিক কর্মকান্ডের জন্য বাংলাদেশ উন্মুক্ত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। দুপুরে ঢাকা গ্লোবাল ডায়লগ ২০১৯ এর সমাপনী সভায় এমনটাই জানান তিনি।

এসময় তিনি বলেন, ইন্দো প্যাসিফিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। বিশ্বের অর্ধেক বাণিজ্য এ অঞ্চলেই হয়। এ অঞ্চলের বাণিজ্য অতি সম্প্রতি ৫০ ট্রিলিয়নে পৌছাবে। যার জন্য প্রয়োজন স্থায়ী অর্থনীতি। বর্তমান বিশ্বে সাম্যের ভিত্তিতে সহযোগিতার মনোভাব নিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে চায়।

এছাড়া রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংকটের মাধ্যমে এর সমাধান করার চেষ্টা চলছে। মন্ত্রী আরো বলেন, বিশ্বের কোন দেশে সংকট দেখা দিলে তা সব দেশের ওপর পড়ে। ফলে সংকট মোকাবেলায় এ ধরনের সংলাপের বিকল্প নেই।

Exit mobile version