Site icon Jamuna Television

গাজায় অস্ত্রবিরতিতে সম্মত ইসলামিক জিহাদ ও ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকায় অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে, ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদ এবং ইসরায়েল।

এর আগে দু’দিনের আগ্রাসনে প্রাণ গেছে কমপক্ষে ৩২ বেসামরিক ফিলিস্তিনির। আহত হয়েছে আরও ৮০ জনে।

বুধবার, মিসরের মধ্যস্থতায় হয় এ অস্ত্রবিরতি। ইরান সমর্থিত ইসলামিক জিহাদের তিন নেতাকে হত্যার পর, গেলো দু’দিনে গাজায় অর্ধশতাধিক বিমান হামলা আর অন্তত ২১ দফা গোলাবর্ষণ করে ইসরায়েল।

হামলায় নিহতদে অর্ধশত বাড়িঘর, কৃষিজমি, এমনকি গবাদি পশুও বাদ পড়েনি বর্বরতা থেকে।

তেলআবিবের দাবি, ইসরায়েলিদের লক্ষ্য করে ইসলামিক জিহাদের ছোঁড়া সাড়ে ৩শ’র বেশি রকেট আর ক্ষেপণাস্ত্রের জবাবে হয়েছে এ হামলা।

বেসামরিক ফিলিস্তিনি আর স্বাধীনতাকামী যোদ্ধাদের ওপর হামলা বন্ধ এবং অবরোধ শিথিলের শর্ত দেয় ইসলামিক জিহাদ।

Exit mobile version