Site icon Jamuna Television

যুবলীগের নতুন নির্বাচনে বয়সসীমা কমানোর সম্ভাবনা নেই

যুবলীগের নতুন নির্বাচনের ক্ষেত্রে বয়সসীমা কমানোর কোন সম্ভাবনা নেই। এ কথা জানিয়েছেন যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম।

সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুবলীগের প্রচার ও প্রকাশনা কমটির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সেখানে সম্মেলন উপলক্ষে বিশেষ পোস্টার উন্মোচন করা হয়। ৭তম কংগ্রেসের মাধ্য দিয়ে যুবলীগ তার সকল নেতিবাচক দিক পরিহার করে নতুন ভাবমূর্তি নিয়ে ফিরবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আশা করেন সবার সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠিত হবে ঐহিত্যবাহি সংগঠন যুবলীগের ৭তম কংগ্রেস।

Exit mobile version