Site icon Jamuna Television

প্রাথমিকের শিক্ষকদের বেতন গ্রেড উন্নীতকরণ প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে: প্রতিমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন বাড়াতে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। এতে প্রশিক্ষণপাপ্ত ও প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য আর থাকলো না।

সহকারী শিক্ষকদের বেতন গ্রেডও এক ধাপ (১৩ তম গ্রেড) উন্নীত হলো। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেছেন, প্রাথমিকের শিক্ষকদের বেতন গ্রেড উন্নীতকরণ প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

বেতন বৈষম্য দূরীকরণের পরে এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম সংশোধনের প্রস্তাব চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জাতীয়করণকৃত কিছু প্রাথমিক বিদ্যালয়ের নামের আগে বেসরকার, রেজিস্টার্ড, কমিউনিটি, সংলগ্ন ইত্যাদি অপ্রয়োজনীয় শব্দ বাদ দিয়ে স্কুলের নাম সংশোধনে প্রস্তাব চাওয়া হয়েছে।

Exit mobile version