Site icon Jamuna Television

বগুড়ায় প্রকাশ্য বাজারে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া ব্যুরো:

বগুড়া সদর উপজেলার অদ্দিরগোলা বাজারে প্রকাশ্যে কুপিয়ে এক মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর আব্দুর রহিম পাশের চকঝপু জিগাতলা এলাকায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, আব্দুর রহিম সকাল সাড়ে ১০টার দিকে অদ্দিরগোলা বাজারে বসেছিলেন। এসময় অতর্কিতে ৫/৭ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সটকে পড়ে।

ঘটনার পরপরই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই বিষয়গুলো খতিয়ে খুনিদের গ্রেফতারে চেষ্টা করা হচ্ছে।

Exit mobile version